ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

৭ দিনে ৯০ লাখ দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ০৫ ডিসেম্বর ২০২২

সারাদেশে ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রম। সাতদিনের বিশেষ এ ক্যাম্পেইনে ৯০ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে নেপাল ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ষাটোর্ধ্বদের করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিরা যে কোনো সময় চতুর্থ ডোজ টিকা নিতে পারবেন। যে কোনো কেন্দ্রে গিয়ে দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়া যাবে।

তিনি বলেন, এখন পর্যন্ত প্রথম ডোজ ১৪ কোটি, দ্বিতীয় ডোজ প্রায় ১৩ কোটি এবং ছয় কোটি বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

আইএইচআর/আরএডি/এমএস