ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ১৮.০২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১১:২৯ এএম, ১১ অক্টোবর ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়েনি। তবে এ সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ জন। শনাক্তের হার ১৮ দশমিক শূন্য ২ শতাংশ। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৯ হাজার ২২৬ জনে। আরও মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৬৭ জনে।

মঙ্গলবার (১১ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। আগের দিন সোমবার ৪৬ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। এদিন শনাক্তের হার ছিল হার ২৭ দশমিক ২১ শতাংশ।

মঙ্গলবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৩১ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ২১ জন নগরের এবং ১০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে সাতজন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে পাঁচজন, এন্টিজেন টেস্টে পাঁচজন, ইমপেরিয়ান হাসপাতালে দুইজন, শেভরণ ডায়াগনস্টিক সেন্টারে আটজন, আরটিআরএলে একজন এবং মেডিকেল সেন্টার হাসপাতালের ল্যাবে তিনজনের করোনা শনাক্ত হয়।

ইকবাল হোসেন/এমএএইচ/জিকেএস