ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭৮

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২২

দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৭৮ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৩৩১ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জনে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৪৫৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৭ লাখ ৪৪ হাজার ১২০টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ৪১ হাজার ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন।

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৩৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

জেএইচ/এএসএম