ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

তিনদিন পর করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২১৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০০ পিএম, ৩১ আগস্ট ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজন মারা গেছেন। মৃত পুরুষের বয়স ৫১-৬০ বছরের মধ্যে। তার বাড়ি খুলনা বিভাগে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩২৪ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ২০ শতাংশ।

বুধবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে টানা তিনদিন করোনায় মৃত্যুশূন্য ছিল দেশ। গত ২৮, ২৯ ও ৩০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যাননি।

এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ১৩৮টি নমুনা সংগ্রহ ও চার হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৫১ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এএএইচ/জিকেএস