ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

সেই আবুলকে সহায়তা করতে চান লেজার বিশেষজ্ঞ ডা.শামীম

প্রকাশিত: ০১:২৬ পিএম, ৩০ জানুয়ারি ২০১৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন বিরল রোগে আক্রান্ত খুলনার হৃতদরিদ্র যুবক আবুল বাজনদারের সুচিকিৎসায় সহায়তা করতে চান বনানী ও উত্তরার লেজার ট্রিটমেন্ট নামক প্রতিষ্ঠানের চিফ কনসালটেন্ট ও লেজার ও কসমেটিক সার্জন ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।

tree-manশনিবার বিকেলে তিনি জাগো নিউজের এ প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে তার এই সদিচ্ছার কথা জানান।

ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকরা চাইলে তিনি মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে সহায়তা করতে রাজি আছেন।

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে মুখে খাওয়ার প্রয়োজনীয় ওষুধ ও বিশেষায়িত কার্বন ডাই অক্সাইড লেজার চিকিৎসার (তার ভাষায় সিস্টেমিক থেরাপি সিওটু লেজার এবলাশন ডিবাঙ্কিং) মাধ্যমে ধীরে ধীরে তার প্লাস্টিক সার্জারি অস্ত্রোপচারের জন্য তৈরি করতে হবে। তার মতে এ মুহুর্তে প্লাস্টিক সার্জারি করা ভাল সিদ্ধান্ত হবে না।  

বিরল প্রজাতির এই চর্ম রোগটির নাম ‘ইপিডারমোডিস্প্লাসিয়া বেররোসিফরমিস (ট্রি ম্যান ডিজিজ)। ইতিপূর্বে বিশ্বের মাত্র দুটি দেশ- ইন্দোনেশিয়া ও রুমানিয়ায় মাত্র দুজন রোগী পাওয়া যায়। আবুল বাজনদার এ রোগে আক্রান্ত তৃতীয় ব্যক্তি।

খুলনার স্থানীয় এক সাংবাদিক ও ডাক্তারের পরামর্শ ও সহায়তায় আবুল বাজনদার সুচিকিৎসার আশায় শনিবার তার মায়ের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এসেছে।

বার্ন বিশেষজ্ঞ ডা. সামন্তলাল সেন জানান, সরকারিভাবে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে। চিকিৎসা সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে আলাপ আলোচনা করে চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হবে।

এমইউ/একে/আরআইপি

আরও পড়ুন