আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ১০২৭
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২১৭ জনে। একই সময়ে নতুন করে ১০২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯২ হাজার ৫৮ জনে।
বুধবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৫৫৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৭ হাজার ৪১৯ জন।
এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সংগ্রহ করা সাত হাজার ৫২৩টি নমুনার মধ্যে সাত হাজার ৪৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চারজনই ঢাকার। বাকি একজন রংপুর বিভাগের। এদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
এমপি/জেআইএম