বাংলাদেশকে আরও ৩৮ লাখ ফাইজারের টিকা দিলো যুক্তরাষ্ট্র
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির সময়ে বাংলাদেশকে আরও ৩৮ লাখেরও বেশি ফাইজারের টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশকে দেওয়া টিকার পরিমাণ দাঁড়ালো সাত কোটি ২২ লাখেরও বেশি।
সোমবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এক বার্তায় এ তথ্য জানায়, বাংলাদেশকে ফাইজারের আরও ৩৮ লাখ টিকা দিয়ে যুক্তরাষ্ট্র গর্বিত। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের অনুদান দেওয়া মোট টিকার সংখ্যা ৭২ দশমিক দুই মিলিয়নেরও বেশি।
বার্তায় আরও বলা হয়েছে, এসব টিকা বাংলাদেশ সরকারকে সারাদেশে টিকাদান ও বুস্টার ক্যাম্পেইন সম্প্রসারণ করতে এবং করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সহায়তা করবে। এর আগে গত ২৭ জুন বাংলাদেশকে ৪০ লাখ ফাইজারের টিকা উপহার দেয় যুক্তরাষ্ট্র।
এএএম/এমআরএম/জিকেএস