ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

নার্সিংয়ের শীর্ষ পাঁচ পদে বদলি-পদায়নে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৬

সেবা পরিদফতরের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নার্সিং-এর শীর্ষ পাঁচ পদে ফ্রি স্টাইলে বদলি-পদায়নের অভিযোগ উঠেছে। এক শ্রেণির  প্রভাবশালী অসৎ নার্সিং কর্মকর্তা ও নার্স নেতাদের হস্তক্ষেপে প্রয়োজনীয় যোগ্যতা যাচাই-বাছাই ছাড়াই ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট, ডিসট্রিক্ট পাবলিক হেলথ নার্স, নার্সিং ইনস্ট্রাকটর ইনচার্জ, নার্সিং ইনস্ট্রাকটর ও নার্সিং সুপারভাইজার ইত্যাদি পদে বদলি-পদায়ন দেয়া হচ্ছে। বদলি-পদায়নের নেপথ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন চলছে বলে অভিযোগ দীর্ঘদিনের।

গণ বদলি-পদায়ন বন্ধ করতে মঙ্গলবার এক নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্দেশনায় এ পাঁচটি পদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া কোনো প্রকার নিয়োগ পদায়ন না দিতে বলা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে যৌক্তিকতাসহ মন্ত্রণালয়ে নামের প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া বদলি-পদায়ন হচ্ছে বলে ওই চিঠিতে জানানো হয়।

মন্ত্রণালয়ের নার্সিং শাখার সিনিয়র সহকারী সচিব লুৎফর রহমান স্বাক্ষরিত এক নির্র্দেশনায় বলা হয় নার্সিং সুপারভাইজার ও তদোর্ধ্ব পদে মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথ অনুসরন করতে বলা হয়। মন্ত্রণালয়ের পূর্বানোমোদন ছাড়া সকল বদলি ও পদায়নে তাদের নামের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।  

প্রশাসনিক কর্মকর্তা পদায়নের ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ বিধি ও প্রশাসনিক কর্মকর্তা পদেও ফিডার পদ অনুসরন করতে নির্দেশনা দেয়া হয়।

এমইউ/একে/আরআইপি