চট্টগ্রামে ঊর্ধ্বমুখী সংক্রমণের হার, একদিনে শনাক্ত ৭০
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭০ জন। এসময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ ২৭ হাজার ২০৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৬২ জন।
বৃহস্পতিবার (৩০ জুন) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এরআগে বুধবার (২৯ জুন) ৫৮ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। ওইদিন নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল ১১ দশমিক ১৩ শতাংশ।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৫১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭০ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ১৩ দশমিক ৬৯ শতাংশ। শনাক্তদের মধ্যে ৫০ জন নগরের ও ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, অ্যান্টিজেন টেস্টে ৯ জন, শেভরণ হাসপাতালের ল্যাবে ৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জন, আরটিআরএল ল্যাবে দুজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে সাতজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ৬ জন এবং এভারকেয়ার হসপিটালে দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
ইকবাল হোসেন/এএএইচ/এএসএম