ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

শেবাচিমের তিন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ১১:৫৮ এএম, ১৮ জানুয়ারি ২০১৬

শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে (শেবাচিম) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় নিয়োগ কমিটির সভাপতি ও হাসপাতাল পরিচালকসহ তিন কর্মকর্তাকে সমায়িক ভাবে দায়িত্ব থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল-২ অধিশাখা থেকে জারিকৃত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি হয়। হাসপাতাল পরিচালক ও উপপরিচালককে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্তের প্রজ্ঞাপনে স্বাস্থ্যসচিব সৈয়দ মনঞ্জুরুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে উপসচিব  এ কে এম ফজলুল হক স্বাক্ষর করেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন, নিয়োগ কমিটির সভাপতি ও হাসপাতাল পরিচালক অধ্যাপক  ডা.মো. নিজাম উদ্দিন ফারুক, সদস্যসচিব ও উপ-পরিচালক ডা. মো. সাহিদুল ইসলাম হাওলাদার ও নিয়োগ কমিটির সহায়তাকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল জলিল।

এমইউ/এসকেডি/আরআইপি