ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

টানা ৬ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১০ এপ্রিল ২০২২

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কারো মৃত্যু হয়নি। এ সময়ে ৪২ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ। সবশেষ গত ৪ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে টানা ৬ দিন ভাইরাসটিতে মৃত্যুশূন্য দেশ।  

২৪ ঘণ্টায় ৪২ শনাক্ত রোগীসহ মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৬৫ জনে। তবে মৃত্যু সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১২৩ জনে রয়েছে।

রোববার (১০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে ১৮ লাখ ৮৮ হাজার ৬৪০ জনে দাঁড়িয়েছে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৫৪টি নমুনা সংগ্রহ ও ৫ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮০ শতাংশ। দেশে মোট শনাক্তের হার ১৪ দশমিক ০৬ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগীর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম ভাইরাসটিতে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

এমইউ/এমকেআর/জিকেএস