ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

‘স্বাস্থ্যবীমা চালু ও দুর্গম এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স প্রয়োজন’

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০১:০০ পিএম, ০৭ এপ্রিল ২০২২

‘সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্যবীমা চালু হওয়া উচিত। আমাদের দেশে এখনো অনেক দুর্গম এলাকা রয়েছে, সেখানকার রোগীর চিকিৎসায় এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করা প্রয়োজন। এসব এলাকায় যারা চিকিৎসা দেবেন তাদের জন্য ইনসেনটিভের ব্যবস্থা করতে হবে।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গণে আয়োজিত এক শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এসব কথা বলেন।

‘নিশ্চিত বিশ্ব, সুরক্ষিত স্বাস্থ্য’ এ প্রতিপাদ্যকে নিয়ে বিএসএমএমইউতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বি-ব্লকের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়ে সামনের গোল চত্বর প্রদক্ষিণ করে বটতলা এ-ব্লকের সামনে গিয়ে শেষ হয়।

এসময় অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মোকাবিলায় অনেক দক্ষতার পরিচয় দিয়েছেন। করোনা প্রতিরোধ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় প্রথম ও সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান ২৬তম। আমরা একদিনে এক কোটি ২০ লক্ষ মানুষকে ভ্যাকসিন দেবার সক্ষমতা অর্জন করেছি। এজন্য আমাদের প্রধানমন্ত্রী সত্যিকার অর্থেই ভ্যাকসিন হিরো। ’

জনগণের স্বাস্থ্যসেবা দেবার জন্য প্রধানমন্ত্রীর বিভিন্ন উদ্যোগ তুলে ধরে দেশে আরও বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানোর তাগিদ দিয়ে উপাচার্য বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি লাখে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে অনেক বিষয়ে সে সংখ্যক বিশেষজ্ঞ চিকিৎসক নেই। এ বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান হিসেবে আমরা এরইমধ্যে বিভিন্ন বিষয়ের কোর্সে শিক্ষার্থীদের আসন সংখ্যা বৃদ্ধি করেছি। নতুন কোর্স চালু করেছি। ডেন্টাল, ফরেনসিক মেডিসিনের মতো বিভাগে পোস্ট গ্রাজুয়েশন চালু করেছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থায় উন্নয়নের ক্ষেত্রে এমন একটি ভূমিকা রাখবে যাতে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জন করতে পারি।

তিনি আরও বলেন, সুপেয় ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে। জীবনে ডিসিপ্লিন মেনে চলা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে থাকা, নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্যের প্রতি গুরুত্ব দেবার পাশাপাশি ধূমপানের মতো অপ্রয়োজনীয় অভ্যাস পরিত্যাগ করতে হবে। ইপিআইয়ের মাধ্যমে দেশে অনেক রোগকে প্রতিরোধ করতে সক্ষম হয়েছি।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বিএসএমএমইউয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, বিশ্ববিদ্যালয়ের ককলিয়ার ইমপ্ল্যান্ট প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. এএইচ এম জহিরুল হক (সাচ্চু), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব সহযোগী অধ্যাপক ডা. আরিফুল ইসলাম জোয়ারদার টিটো, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, উপাচার্যের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, মানসিক রোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতেমা জোহুরা, উপাচার্যের একান্ত সচিব-২ সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশিষ বৈরাগী প্রমুখ।

এমইউ/একেআর/এএসএম