ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

এক সপ্তাহে করোনায় মৃত ছয়জনের চারজনই টিকা নেননি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:০৭ পিএম, ২২ মার্চ ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত এক সপ্তাহে ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ চারজন ও নারী দুইজন। মৃত ছয়জনের চারজনই টিকা নেননি। শতাংশের হিসেবে ৬৬ দশমিক ৭ শতাংশই টিকা দেননি। টিকা নেওয়া ব্যক্তি দুই জনের মধ্যে একজন দ্বিতীয় ডোজ ও একজন তৃতীয় ডোজের টিকা নেন।

মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি বছরের (ইপিডেমিওলজিক্যাল) ১১তম সপ্তাহে (১৪ মার্চ থেকে ২০ মার্চ) করোনায় মৃত ছয়জনের মধ্যে দুইজন কো-মরবিডিটিতে (বিভিন্ন জটিল ব্যাধি) ভুগছিলেন।

ইপিডেমিওলজিক্যাল ১০ম সপ্তাহে (৭ মার্চ থেকে ১৩ মার্চ) পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ১৩ জন কো-মরবিডিটিতে ভুগছিলেন। দুই সপ্তাহের তুলনামূলক পার্থক্যে কো-মরবিডিটি ১৭ দশমিক ৬ শতাংশ হ্রাস পায়।

১১তম সপ্তাহে মৃত ছয়জনের মধ্যে কো-মরবিডিটিতে মৃত দুইজন উচ্চরক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

এমইউ/এমআইএইচ/এএসএম