ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

একদিনে টিকা নিলেন ৬ লাখ মানুষ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৩৯ এএম, ১১ মার্চ ২০২২

সারাদেশে চলছে করোনা টিকাদান কর্মসূচি। আর এ কর্মসূচির আওতায় রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ছয় লাখ ৫ হাজার ৩৩০ জন করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ১৮২ জন। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন চার লাখ ৩৪ হাজার ৭২৪ জন। এছাড়া বুস্টার ডোজ নিয়েছেন ৯৪ হাজার ৪২৪ জন।

বৃহস্পতিবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে সরকারি উদোগে বিনামূল্যে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

টিকাদান কর্মসূচির শুরুর পর থেকে ১০ মার্চ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে ২১ কোটি ৯০ লাখ ৮৫ হাজার ৭২৪ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ১২ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার ৪৫৩ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৮ কোটি ৮৬ লাখ ৪ হাজার ৬১৫ জন। এছাড়া বুস্টার ডোজ গ্রহীতার সংখ্যা ৪৬ লাখ ৩২ হাজার ৬৫৬ জন।

এমইউ/কেএসআর/জিকেএস