ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

২৪ ঘণ্টায় টিকা নিলেন ৬ লাখ ৮০ হাজার ৩৩৬ জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:৩২ এএম, ০৯ মার্চ ২০২২

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে রাজধানীসহ সারাদেশে চলমান টিকাদান কর্মসূচীর আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ছয় লাখ ৮০ হাজার ৩৩৬ জন টিকা নিয়েছেন। এদের মধ্যে প্রথম ডোজ এক লাখ সাত হাজার ৪৯৫ জন, দ্বিতীয় ডোজ চার লাখ ৮৪ হাজার ৬০৭ জন ও বুস্টার ডোজ নিয়েছেন ৮৮ হাজার ২৩৪ জন।

মঙ্গলবার (৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এইচআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিকাদান কর্মসূচির শুরুর পর থেকে ৮মার্চ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন ২১ কোটি ৭৯ লাখ ৪৬ হাজার ৯০৬ জন। এদের মধ্যে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা ১২ কোটি ৫৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা আট কোটি ৭৭ লাখ ৯৫ হাজার ৩৫৩ জন এবং বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা ৪৪ লাখ ৫৫ হাজার ৩৬৭ জন।

২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন। প্রথমদিকে শুধু এ টিকা দেওয়া হলেও পরে চীনের সিনোফার্ম, ফাইজারের বায়োএনটেক, যুক্তরাষ্ট্রের মডার্নার ও জনসন অ্যান্ড জনসন টিকা যুক্ত হয়।

এমইউ/একেআর/জেআইএম