ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

একদিনে টিকা নিলেন এক কোটি ২০ লাখের বেশি মানুষ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:১৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২

দেশে একদিনে এক কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে মোট এক কোটি ২০ লাখ ৬৩ হাজার ৬৫৩ ডোজ টিকা দেওয়া হয়।

এর মধ্যে প্রথম ডোজের এক কোটি ১১ লাখ ৭৪ হাজার ৭২৫ জন, দ্বিতীয় ডোজের ৮ লাখ ১৫ হাজার ৭৩ জন এবং বুস্টার ডোজের ৭৩ হাজার ৮১৫ জনকে দেওয়া হয় টিকা।

এদিন রাজধানীসহ সারাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়িয়ে টিকা দেন। এই সাড়ায় বিশেষ ক্যাম্পেইনের টিকাদান কার্যক্রমের মেয়াদ সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুদিন বাড়ানো হয়।

দেশে গত বছর ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে টিকা গ্রহীতার সংখ্যা বেড়ে ২০ কোটি ৭১ লাখ ৪৪ হাজার ৬৮১ জনে দাঁড়িয়েছে।

এর মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫৬ হাজার ৫৬ জন, দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৮ কোটি ২৭ লাখ ৫৪ হাজার ৯৫১ জন এবং বুস্টার ডোজ নেওয়ার সংখ্যা ৩৬ লাখ ৩৩ হাজার ৮২৬ জন।

এমইউ/জেডএইচ/জিকেএস