ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

চট্টগ্রামে আরও ১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:১৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটিতে শনাক্ হয়েছেন ১৪ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ৩৭১ জনে ও মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬২ জনে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৮৯ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১২ জন নগরের, একজন পটিয়া ও একজন হাটহাজারী উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে সাতজন, শেভরন হাসপাতাল ল্যাবে দুজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে দুজন ও এভারকেয়ার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/আরএডি/এমএস