ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

২৪ ঘণ্টায় প্রায় ২৮ লাখ মানুষ টিকা নিয়েছেন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

দেশে করোনাভাইরাসের প্রতিষেধক টিকাদান কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (২৩ ফেব্রুয়ারি পর্যন্ত) টিকা গ্রহণ করেছেন ২৭ লাখ ৯১ হাজার ৬১৪ জন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১৫ লাখ ৪৯ হাজার ৯১৩ জন। এছাড়াও দ্বিতীয় ডোজ নিয়েছেন ১১ লাখ ৩৯ হাজার ৫৯৪ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন এক লাখ ২ হাজার ১০৭ জন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মো. মিজানুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত বছর অর্থাৎ ২০২১ সালের ২৭ জানুয়ারি দেশে করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মর্ডানা, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি থেকে চলতি বছরের (২০২২ সালের) ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট টিকা দেওয়া হয়েছে ১৯ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৯৭ ডোজ।

তারমধ্যে প্রথম ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১০ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ২৭০ জন। দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন আট কোটি ৬৫ লাখ ৫৭ হাজার ২ জন এবং বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩৪ লাখ ৪২ হাজার ৮২৫ জন।

এমইউ/কেএসআর/এএসএম