ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

করোনায় ২৪ ঘণ্টায় সুস্থ হলেন ৮০৭২ জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮ হাজার ৭২ জন। এ নিয়ে দেশে করোনায় সু্স্থতার সংখ্যা দাঁড়ালো ১৭ লাখ ৭৯ হাজার ৬৮৭ জনে। সুস্থতার হার ৯১ দশমিক ৮২ শতাংশ।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ হাজার ৭২ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫ হাজার ৩৯০ জন, চট্টগ্রামে ৮৫৩ জন, রংপুরে ৩৫৪ জন, খুলনায় ৫২৯ জন, বরিশালে ২২৮ জন, রাজশাহীতে ৪৮৯ জন, সিলেটে ৫২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৭৭ জন সুস্থ হয়েছেন।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ চারজন ও নারী একজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৯৫ জনে।

একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৯৮ জন। শনাক্তের হার ৫ দশমিক ৫৮ শতাংশ। দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৩৮ হাজার ১৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

এমইউ/ইএ/জেআইএম