চট্টগ্রামে একদিনে ১১১৫ জনের করোনা শনাক্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১১৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ১৯ হাজার ১২৭ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৫৪ জনে।
রোববার (৩০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে চার হাজার ৬৭ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১১৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৪১ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৭৯৪ জন নগরের ও ৩২১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১২১ জন, অ্যান্টিজেন টেস্টে ১৫৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৮২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪২ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৭ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ২২ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে দুজন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৬১ জন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে ৫০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/বিএ/এমএস