ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

করোনা শনাক্তের হার ৩১.২৯ শতাংশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:১২ পিএম, ২৩ জানুয়ারি ২০২২

দেশে দ্রুত বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। বাড়ছে মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার বেড়ে ৩১ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে। এসময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১০ হাজার ৯০৬ জন এবং মারা গেছেন আরও ১৪ জন।

সবশেষ ২৪ ঘণ্টার সংক্রমণ ও মৃত্যু নিয়ে দেশে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জনে এবং মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২২৩ জনে।

রোববার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার (২২ জানুয়ারি) করোনার দৈনিক নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক শূণ্য ২ শতাংশ। ওইদিন ৯ হাজার ৬১৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। মারা গিয়েছিল ১৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি-বেসরকারি ৮৫৭টি ল্যাবরেটরিতে ৩৫ হাজার ৫১ জনের নমুনা সংগ্রহ ও ৩৪ হাজার ৮৫৪টি নমুনা পরীক্ষা হয়। এতে শনাক্ত হন ১০ হাজার ৯০৬ জন। সে হিসাবে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ।

এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২১ লাখ ১৬ হাজার ৮৮০টি। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই বছরের শেষ দিকে সংক্রমণ কিছুটা কমলেও গত বছরের এপ্রিল থেকে জুন-জুলাই পর্যন্ত করোনার ডেল্টা ধরন ব্যাপক আকার ধারণ করে। বছরের শেষ কয়েক মাস পরিস্থিতি কিছুটা শিথিল থাকলেও এ বছরের শুরু থেকে ওমিক্রন ভ্যারিয়েন্টসহ করোনার বিস্তার আবারও বাড়তে শুরু করে।

এমইউ/এমকেআর/জেআইএম