ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

চট্টগ্রামে ১১৯ জনের করোনা শনাক্ত, হার ৫.৮৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৯ এএম, ১০ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়েনি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ১১৯ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ তিন হাজার ২০৩ জনে। আর মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩৪ জনে।

সোমবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষায় ১১৯ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় পাঁচ দশমিক ৮৫ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ১০১ জন নগরের এবং ১৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে তিনজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৯ জন, অ্যান্টিজেন টেস্টে ছয়জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২০ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে পাঁচজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১০ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে চারজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৬ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এমএএইচ/জেআইএম