ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

টিকা নিলেন আরও প্রায় ৯ লাখ মানুষ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৩ জানুয়ারি ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৯ লাখ মানুষ করোনা টিকা নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ৮২ হাজার ৯৫০ জন, দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৫০৮ জন এবং বুস্টার ডোজ নিয়েছেন ৩৭ হাজার ৬৭৫ জন।

এ নিয়ে দেশে টিকা গ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ১৬৭ জনে।

রোববার (২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৩৫৯ জন ও নারী ২ লাখ ৩ হাজার ৯১ জন। দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর মধ্যে পুরুষ ২ লাখ ১৫ হাজার ৯৬৭ জন ও নারী ২ লাখ ৬১ হাজার ৫৪১। আর বুস্টার ডোজের টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৭৬৮ জন ও মহিলা ১৩হাজার ৮৮৭ জন।

গত বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ পর্যন্ত দেশে ১২ কোটি ৭৪ লাখ ৪১ হাজার ১৬৭ জন টিকা গ্রহণ করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজের ৭ কোটি ৪৪ লাখ ৮৩ হাজার ৭২ জন, দ্বিতীয় ডোজের ৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৩৫৫ জন এবং বুস্টার ডোজের টিকা গ্রহণ করেছেন ১লাখ ১৪ হাজার ৭৪০ জন।

এদিকে গত ১ নভেম্বর থেকে ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়েছে। ২ জানুয়ারি পর্যন্ত এই বয়সী ৪২ লাখ ৩৭ হাজার ৪৯৮ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩৭ লাখ ৯৭ হাজার ৫৩৪ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৯৬৪ জন।

এছাড়া তৃনমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেও টিকা প্রদান করা হচ্ছে।

এমইউ/ইএ/জেআইএম