ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

চট্টগ্রামে ১০৭৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৮ এএম, ২৬ ডিসেম্বর ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন তিনজন। এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৬৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩২ জনে।

রোববার (২৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক ২৭ শতাংশ। শনাক্তদের মধ্যে দুজন নগরের এবং একজন পটিয়া উপজেলার বাসিন্দা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে দুজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এএএইচ/এমএস