ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২৭৫

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬ জনে। 

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৭৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন।

শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ, তিনি রংপুর বিভাগের বাসিন্দা। 

এদিকে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ১৬ হাজার ৬৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক শূন্য এক শতাংশ।

এছাড়া একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন।

দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ। আর মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

এমইউ/জেডএইচ/জেআইএম