চট্টগ্রামে একদিনে চারজনের করোনা শনাক্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন চারজন। এর ফলে জেলায় শনাক্ত মোট করোনারোগীর সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৪৯৮ জনে। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৩২ জন।
রোববার (১৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চারজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। ফলে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৩৫ শতাংশ। শনাক্তদের সবাই নগরের বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে করা পরীক্ষায় দুজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন এবং শেভরন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/কেএসআর/এমএস