ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

একদিনে পুরুষের চেয়ে নারীর মৃত্যু দ্বিগুণ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৫ নভেম্বর ২০২১

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী। সেই হিসাবে একদিনে করোনায় পুরুষের চেয়ে নারীর মৃত্যুর বেড়ে দ্বিগুণ হয়েছে। এর আগে বুধবার (২৪ নভেম্বর) করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী ছিলেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, করোনায় রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯৭০ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২৩৭ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১৮৫ জনে। এর আগের দিন (২৪ নভেম্বর) তিনজনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ৩১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। শুরুর দিকে করোনায় সিংহভাগ পুরুষ রোগীর মৃত্যু হলেও ধীরে ধীরে নারী মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। ২০২০ সালের ৮ মার্চ থেকে চলতি বছরের ২৫ নভেম্বর পর্য়ন্ত মোট ২৭ হাজার ৯৭০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৮৯৯ জন (৬৩ দশমিক ৯৯ শতাংশ) ও নারী ১০ হাজার ৬৫ জন(৩৬ দশমিক শূণ্য ১ শতাংশ)।

এমইউ/এমএএইচ/জেআইএম