কড়াইল বস্তিতে প্রথম দিনে টিকা পেলেন ৬৩২১ জন
রাজধানীর বনানী এলাকায় কড়াইল বস্তিতে প্রথম দিন মঙ্গলবার (১৬ নভেম্বর) ছয় হাজার ৩২১ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে বস্তির ১১টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে বস্তির অন্তত ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ এসব কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।
স্বল্প সময়ের মধ্যে বস্তিবাসীকে টিকার আওতায় আনার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ কর্মসূচি বাস্তবায়ন করছে।
এদিকে, টিকাদান কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার সকালে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এরশাদনগর উচ্চ বিদ্যালয় মাঠসহ কয়েকটি কেন্দ্রের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান ও স্থানীয় কাউন্সিলর মফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএমএ/এএএইচ/এমএস