শনাক্তের হার নামলো ১ দশমিক ১২ শতাংশে
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড ১৯) শনাক্তের হার আরও কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ৯৫টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১ দশমিক ১২শতাংশ। এর আগের দিন (৪ নভেম্বর) এই হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ।
এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লাখ ৪৫ হাজার ২৯৪টি। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে। নমুনা পরীক্ষার ভিত্তিতে রোগী শনাক্তের মোট হার ১৫ দশমিক ৪ শতাংশ।
শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ একজন ও নারী দুইজন। তারা সবাই সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৯০ জনে।
এমইউ/এআরএ/এএসএম