করোনা শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা রোগী শনাক্তের হার কিছুটা বেড়েছে। এ সময় শনাক্তের হার হয়েছে ১ দশমিক ৪৪ শতাংশ। এর আগের দিন সোমবার (২৫ অক্টোবর) শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনাভাইরাস পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৯ হাজার ১৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাস শনাক্তে এক কোটি দুই লাখ ৬২ হাজার ১০৭টি নমুনা পরীক্ষা করা হলো।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৪৪ শতাংশ। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্ত রোগীর হার ১৫ দশমিক ২৮ শতাংশ।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৩৪ জনে। এই ছয়জনের মধ্যে পুরুষ পাঁচজন ও নারী একজন। তাদের সবাই সরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪৪০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ১৮০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব দুইজন, ষাটোর্ধ্ব দুইজন ও সত্তরোর্ধ্ব দুইজন রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন, রাজশাহীতে একজন, খুলনায় দুইজন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এমইউ/এমআরআর/এমএস