ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

করোনায় আজও নারীর মৃত্যু বেশি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:২৩ পিএম, ২৫ অক্টোবর ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমছে মৃতের সংখ্যা। এদিন মৃত্যু হয়েছে পাঁচজনের। এদের মধ্যে দুইজন পুরুষ ও তিনজন নারী। অর্থাৎ পুরুষের তুলনায় নারী মৃত্যু হয়েছে বেশি।

সোমবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এর আগের দিন রোববার (২৪ অক্টোবর) করোনায় মারা গিয়েছিলেন নয়জন। তাদের মধ্যে ছিলেন তিনজন পুরুষ ও ছয়জন নারী।

এদিকে দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ মৃত্যু হয় প্রথম রোগীর। তখন থেকে নিয়ে সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা হয় ২৭ হাজার ৮২৮ জন। এদের মধ্যে পুরুষ রয়েছেন ১৭ হাজার ৮১৯ জন (৬৪ দশমিক শূন্য ৩ শতাংশ), আর নারী ১০ হাজার ৯ জন (৩৫ দশমিক ৯৭ শতাংশ)।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৮৯ জন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৬৫ হাজার ৯৮১ জনে।

এছাড়া একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪১৩ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৭৪০ জন হলো।

এমইউ/জেডএইচ/এমএস