বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ভ্যাট বাধ্যতামূলক
নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়নের সময় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে শতকরা ১৫ ভাগ হারে ভ্যাট পরিশোধ করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ডেন্টাল ক্লিনিক ও রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়নের সময় লাইসেন্স ফি’র সাথে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী শতকরা ১৫ ভাগ হারে ভ্যাট পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে উৎসে কর্তনকারীর সংশ্লিষ্ট মূসক কমিশনারেটর কোডে কর্তিত অর্থ জমা দিতে হবে। ট্রেজারি চালনে অর্থনৈতিক কোড ‘১/১১৩৩/০০০০/০৩১১’লিখতে হবে। এক্ষেত্রে ‘০০০০’ স্থলে নিম্নবর্ণিত উৎসে কর্তনকারীর সংশ্লিষ্ট মূসক কমিশনারেটর কোড লিখতে হবে।
মূসক কমিশনারেটর কোডসমূহ হলো ঢাকা উত্তর ০০১৫, ঢাকা পূর্ব ০০৩০, ঢাকা দক্ষিণ ০০১, ঢাকা পশ্চিম ০০৩৫, চট্টগ্রাম ০০২৫, রাজশাহী ০০২০, খুলনা ০০০১ , কুমিল্লা ০০৪০, সিলেট ০০১৮,যশোর ০০০৫, এলটিইউ ০০১০ ও রংপুর ০০৪৫।
এমইউ/এসকেডি/আরআইপি