ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ০৬ অক্টোবর ২০২১

দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্তের হার তিন শতাংশের নিচে অব্যাহত রয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০৩ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জনে।

বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৫৩১টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৭০৩ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৮ লাখ ৬৯ হাজার ২৯৩টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ নয় জন ও নারী ১২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯ জন, বেসরকারি হাসপাতালে একজন এবং বাসায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৩৫ জনে। ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। দেশে করোনায় প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এমইউ/ইএ/এএসএম