ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

টানা চার সপ্তাহ করোনার সব সূচকই নিম্নমুখী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৪ অক্টোবর ২০২১

সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতা- সব সূচকেই নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। চলতি বছরের ৩৯তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে (২৭ সেপ্টেম্বর-৩ অক্টোবর) ১ লাখ ৭৫ হাজার ৩৪০টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ৬১৩ জন রোগী শনাক্ত হয়। এ সময় ৭ হাজার ২৭৫ জন রোগী সুস্থ এবং করোনায় আক্রান্ত হয়ে ১৫৯ জন রোগীর মৃত্যু হয়।

অন্যদিকে ৩৮তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে (২০-২৬ সেপ্টেম্বর) ১ লাখ ৮১ হাজার ৪৯৪টি নমুনা পরীক্ষায় ৮ হাজার ৬৬৮ জন রোগী শনাক্ত হয়। এছাড়া ৯ হাজার ৯৩৮ জন রোগী সুস্থ এবং করোনায় আক্রান্ত হয়ে ১৮৯ জনের মৃত্যু হয়।

বিগত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে নমুনা পরীক্ষা ৩ দশমিক ৪ শতাংশ, ২৩ দশমিক ৭ শতাংশ রোগী শনাক্ত, ২৬ দশমিক ৮ শতাংশ সুস্থতা এবং ১৫ দশমিক ৯ শতাংশ মৃ্ত্যু হ্রাস পেয়েছে। এ নিয়ে গত টানা চার সপ্তাহ করোনার সব সূচক ক্রমশ কমছে।

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিফ কোভিড ইউনিট) ডা. মো. ইউনুছ স্বাক্ষরিত করোনা সম্পর্কিত বুলেটিনে এ তথ্য জানা গেছে।

এদিকে করোনা আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৫৯১ জনে।

এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৯৪ জনের। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৯২৮টি। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ।

এ পর্যন্ত মোট ৯৮ লাখ ১৯ হাজার ৪১৮টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৮৭ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ ও নারী ১০ জন। এ সময় ঢাকায় ৭, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও সিলেটে ৩ জন মারা গেছেন। রংপুর ও ময়মনসিংহে কেউ মারা যাননি।

এমইউ/এমএইচআর/এমএস