ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

টিকা নিলেন আরও ৫ লাখ ৩৮ হাজার ৩৩৬ জন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় গণটিকাসহ সর্বমোট আরও ৫ লাখ ৩৮ হাজার ৩৩৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৮০৮ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৫ হাজার ৫২৮জন।

প্রথম ডোজের টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৯ হাজার ৬১ জন ও নারী ১ লাখ ৬৩ হাজার ৭৪৭ জন। আর দ্বিতীয় ডোজের টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৮ হাজার ৮১৩ জন এবং নারী ৯৬ হাজার ৭১৫ জন।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড এস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোমবার পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৩৪৩ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা গ্রহীতার সংখ্যা ২ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩৭৩ জন ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহীতার সংখ্যা ১ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৯৭০ জন।

সোমবার পর্যন্ত টিকা নিতে মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৭৪৩ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ৪ কোটি ২২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও পাসপোর্টের মাধ্যমে ৫ লাখ ৮৮ হাজার ৪৬৮ জন নিবন্ধন করেছেন।

এমইউ/এমআরআর/এমএস