ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইনের অনলাইন ভার্সনের উদ্বোধন

প্রকাশিত: ০১:১৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর উদ্যোগে দেশের প্রথম অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইনের অনলাইন ভার্সন উদ্বোধন করা হয়েছে। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে অনলাইন ভার্সনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।  

প্রো-ভিসি (শিক্ষা) মো. রুহুল আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন অ্যান্টিবায়োটিকের যথাযথ প্রয়োগ ও ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। জাতীয় ওষুধ নীতিতেও এ বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে।

ডা. মো. রুহুল আমিন মিয়া বলেন, রোগীদেরকে যথাযথ অ্যান্টিবায়োটিক প্রয়োগের ক্ষেত্রে আপগ্রেড অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইনের অনলাইন ভার্সন চিকিৎসকদের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। পাশাপাশি ফার্মেসিগুলোতে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যাতে অ্যান্টিবায়োটিক ওষুধ রোগীদের কাছে বিক্রি না করে সেটাও নিশ্চিত করা জরুরি।    

প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইনের অনলাইন ভার্সন স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি রোগীদের জন্যও সুফল বয়ে আনবে।

প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, এ ধরণের গাইডলাইন জাতীয় অ্যান্টিমাইক্রোবিয়াল গাইডলাইন প্রণয়নেও সহায়ক হবে। তবে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহার প্রতিরোধে বিএমডিসি-কে রোগীদের স্বার্থে কার্যকরী ভূমিকা রাখতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল বলেন, অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগের কারণে এক সময় রোগীদের শরীরে সংশ্লিষ্ট অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। এতে রোগীর যেমন ক্ষতি হয়, তেমন চিকিৎসকেরও দুর্নাম হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএসএমএমইউ’র ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ও সংশ্লিষ্ট গাইডলাইন আপগ্রেডকল্পে গঠিত কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বক্তব্য রাখেন বিএমডিসি’র নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, বিএসএমএমইউ’র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, ইন্টারন্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুর রহিম মিয়া, কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অসিত বরন অধিকারী,  মাইক্রেবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের অধ্যাপক আহমেদ আবু সালেহ প্রমুখ।

এমইউ/এসকেডি/আরআইপি