মিটফোর্ডে নবজাতকদের জন্য এনআইসিইউ উদ্বোধন
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নবজাতক শিশু বিভাগ নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (এনআইসিইউ) উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ২টায় মিটফোর্ড হাসপাতালের ১১তলায় এ নতুন বিভাগটির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে মিটফোর্ড হাসাপাতালের নানাবিধ অসুবিধার কথা তুলে ধরেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার। তিনি বলেন, ২০৩১ সালের মধ্যে ইউনিভার্সাল হেলথ কেয়ার অর্জনের লক্ষ্যে দেশের প্রতিটি মেডিকেলে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করতে হবে। এ হাসপাতালে ৬শ’ জন লোকের চিকিৎসাসেবা দেওয়ার ক্ষমতা থাকলেও আমরা প্রতিদিন তিন হাজার রোগীর সেবা দিচ্ছি। দেশের একমাত্র অনাবাসিক মেডিকেল হাসপাতাল হওয়ায় রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না চিকিৎসাসেবায় নিয়োজিত সকল পর্যায়ের ডাক্তার কর্মকর্তা, কর্মচারীদের আবাসন ব্যবস্থা জরুরি বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মিটফোর্ড হাসপাতালের সংকটের কথা স্বীকার করে বলেন, আমার সরকার সর্বোচ্চ চেষ্টা করছি প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে। তাই সরকার একসঙ্গে ৬ হাজার চিকিৎসক নিয়োগ নিয়েছেন। ডাক্তারদের পছন্দমত নিজ এলাকায় পদায়নের ব্যবস্থা করেছি। স্বামী-স্ত্রী ডাক্তারদের জন্য একই এলাকায় নিয়োগ প্রদানের ব্যবস্থা করেছি। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করত সম্প্রতি ১০ হাজার সেবিকা নিয়োগের প্রক্রিয়া চলছে।
হাসপাতালের সংকট সম্পর্কে নাসিম বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের অনেক সিদ্ধান্ত নিতে সময় লাগে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পাকিস্তানিরা আমাদের নির্বিচারে মেরেছে। গণহত্যা করেছে। তারা আমাদের সম্পত্তি লুট করেছে। আমাদের লুট করা সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
নবজাতক শিশু বিভাগের সহকারী অধ্যাপাক ডা. চন্দন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্য মো. হাজি সেলিম, স্বাস্থ্য অধিদফরের পরিচালক অধ্যাপক মো. সামিউল ইসলাম, মিডফোর্ট মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. দুলাল আলম, নবজাতক বিভাগের প্রধান বেগম শরিফুর নেহার প্রমুখ।
এসএম/এসএইচএস/এমএস