ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

১২তম আইক্যাপ সম্মেলন ঢাকায়

প্রকাশিত: ০২:০৭ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

ইন্টারন্যাশনাল কংগ্রেস অন এইডস ইন এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক (আইসিএএপি) বা আইক্যাপ-এর ১২তম সম্মেলন মার্চে ঢাকায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিশ্ব এইডস দিবস-২০১৫ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

এইডসমুক্ত প্রজন্মের জন্য পরিবর্তনের ডাক, এটা আমাদের স্বাস্থ্যের অধিকার” এই স্লোগানকে সামনে রেখে আইক্যাপের ১২তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে। লোকাল অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সরকার এবং পার্টনারস ইন পপুলেশন (পিপিডি) যৌথভাবে আইক্যাপ-১২ সম্মেলনের আয়োজন করবে। এ সম্মেলনে বিশ্বের ২৬টি দেশের প্রায় সাড়ে তিন হাজার প্রতিনিধি অংশ নেবেন।

প্রতি দুই বছর পর পর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য দেশগুলোতে এ সম্মেলন আয়োজন করা হয়। আইক্যাপের ১১তম সম্মেলন থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়।

গত ২০ নভেম্বর ঢাকায় ১২তম আন্তর্জাতিক এইডস (আইক্যাপ-১২) সম্মেলন অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত সম্মেলনের নির্বাহী কমিটি এই সম্মেলন স্থগিত করে।

একে/আরআইপি