ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

বিজয়ের মাসে বিনামূল্যে স্তন ক্যান্সার স্ক্রিনিং

প্রকাশিত: ০১:০১ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে বিনামূল্যে মাসব্যাপী ক্যান্সার নির্ণয় কর্মসূচি পালন করবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বিশেষ নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ক্যান্সার হাসপাতালের মহিলা বিশেষজ্ঞ চিকিৎসকরা মাসব্যাপী এ কর্মসূচিতে আগত নারী রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করবেন। শুধু তাই নয়, প্রয়োজনীয় সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষাও বিনামূল্যে করা হবে।

জাতীয় ক্যান্সার হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মফিজুর রহমান রোববার জাগো নিউজকে জানান, আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি বলেন, ক্যান্সার সম্পর্কে সচেতনতা ও স্ক্রিনিং এর কারণে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত হলে সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব-এ বিষয়ে মহিলাদের মধ্যে গণসচেতনতা ও বিনামুল্যে স্ক্রিনিং ও পরীক্ষা-নিরীক্ষার এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দেশে প্রতি বছর স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮ হাজার ৩৯৬ জন মহিলার করুণ মৃত্যু হচ্ছে। একই সময়ে স্তন ক্যান্সারে আক্রান্ত হন প্রায় ১৭ হাজার ৭৮১ জন মহিলা। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ক্যান্সার বিশেষজ্ঞরা জানান, উন্নত বিশ্বে ক্যান্সার সম্পর্কে সচেতনতা ও স্ক্রিনিং এর কারণে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার শনাক্ত হওয়ার ফলে দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় মৃত্যুহার কম। উদ্বেগজনক তথ্য হলো বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে স্তন ক্যান্সারের রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।

ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত বিপুল সংখ্যক মহিলা এখনও চিকিৎসা আওতার বাইরে রয়ে গেছেন।
 
এমইউ/এসএইচএস/পিআর