ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

নার্সিং ভর্তি পরীক্ষা : অনুপস্থিত ৩০ শতাংশ পরীক্ষার্থী

প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২৯ নভেম্বর ২০১৫

স্বাস্থ্য অধিদফতরের অধীনে গত শুক্রবার অনুষ্ঠিত ৮৮টি নার্সিং প্রতিষ্ঠানের লিখিত ভর্তি পরীক্ষায় উল্লেখ্যযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি। পরীক্ষায় মোট ২৪ হাজার ৪৬০ জন অংশগ্রহণের কথা থাকলেও বিপুল সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত (ড্রপ আউট) ছিল।

ভর্তি কমিটির সভাপতি স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আবদুর রশীদ রোববার জাগো নিউজের কাছে বিপুল সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিতের কথা স্বীকার করেন। তিনি বলেন, এ মুহূর্তে সুনির্দিষ্ট সংখ্যা বলা না গেলেও আনুমানিক শতকরা ২৫ থেকে ৩০ ভাগ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

পরীক্ষার ফল প্রকাশের তারিখে জানতে চাইলে তিনি জানান, ফল প্রকাশের প্রক্রিয়া প্রায় শেষ। যে কোনো ধরনের বির্তক এড়াতে বিভিন্ন কোটা সঠিকভাবে সংরক্ষিত হয়েছে কি না তা পুনঃপরীক্ষা করে দেখা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ভর্তি কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি জানান, কাল (সোমবার) সেবা অধিদফতর পরীক্ষার ফল প্রকাশ করতে পারে।

সেবা অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফারহাদ জাগো নিউজকে বলেন, যাদের কাছে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রসহ পরীক্ষার ফল তৈরি করার দায়িত্ব প্রদান করা হয়েছে তারা ফল তৈরি করে দিলে ওয়েবসাইটসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হবে।

তবে খুব শিগগিরই তা প্রকাশিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

জানা গেছে, এই প্রথমবারের মতো সেবা অধিদফতরের পরীক্ষার সার্বিক কার্যক্রমের দায়িত্ব দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদফতরকে। ইতোপূর্বে জিপিএ-এর ভিত্তিতে সেবা অধিদফতর নিজেরাই শিক্ষার্থী ভর্তি করলেও এবার লিখিত পরীক্ষার মাধ্যমে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শিক্ষার্থী ভর্তি পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা হয়েছে।

বর্তমানে দেশের ৭টি বিএসসি ইন নার্সিং কলেজে ৭শ’টি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ২ হাজার ৫৮০টি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ৯৫০টি আসন রয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা বিএসএসসি ইন নার্সিং কোর্সে ৪ হাজার ৯১৬ জন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ১৫ হাজার ৮০৭ জন ও  ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ৩ হাজার ৭৩৭ জন আবেদনকারী থাকলেও অনেক পরীক্ষার্থী শেষ পর্যন্ত অংশগ্রহণ করেনি।

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ উত্থাপিত হওয়ায় এবার যে কোন ধরনের বির্তক এড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের শীর্ষ কর্মকর্তারা ছিলেন তৎপর। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদন, কোন ধরনের অনিয়ম হচ্ছে কি না তা তদারকি করতে ও পরীক্ষার কেন্দ্রসমূহ পরিদর্শনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও সেবা অধিদফতরের কর্মকর্তাদের সমন্বয়ে ২২ সদস্যের পৃথক ৭টি পরিদর্শন কমিটি গঠন করে। পরীক্ষার দিন কমিটির সদস্যরা ঢাকা নার্সিং কলেজ, ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর নার্সিং কলেজ পরিদর্শন করেন।

সেবা অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফারহাদ জানান, প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে হাতেনাতে কমপক্ষে ২০ জন ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। আটকরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

এমইউ/জেডএইচ/আরএস/এমএস