ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

করোনা টিকা গ্রহণকারী ৪২ লাখ ছাড়িয়েছে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ১১ মার্চ ২০২১

দেশব্যাপী চলমান টিকাদান কার্যক্রমে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার টিকা নিয়েছেন ৯৯ হাজার ১৭৪ জন। তাদের মধ্যে পুরুষ ৬২ হাজার ১৯৭ জন ও নারী ৩৬ হাজার ৯৭৭ জন। এর ফলে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ১৮ হাজার ১২৭ জনে।

বৃহস্পতিবার (১১ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৫৪ লাখ ৬২ হাজার ১৬৫ জন। এছাড়া টিকা নেয়া ৪২ লাখ ১৮ হাজার ১২৭ জনের মধ্যে ২৬ লাখ ৮৮ হাজার ৪৬২ জন পুরুষ ও ১৫ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী রয়েছেন। টিকা নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ রিপোর্ট করেছেন ৮৮১ জন।

২৭ জানুয়ারি দেশে প্রথম পরীক্ষামূলক টিকাদান কর্মসূচি শুরু হয়। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি শুরু হয়।

এমইউ/এমএইচআর/জিকেএস