যুক্তরাজ্যফেরত কোয়ারেন্টাইনে পাঠানো যাত্রী সংখ্যা ১২শ ছাড়িয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্য থেকে দেশে ফিরে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো যাত্রীর সংখ্যা এক হাজার ২১১ জনে পৌঁছেছে।
৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনকে সরকার নির্ধারিত আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা সুলতানা বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান।
তিনি জানান, ৩ ফেব্রুয়ারি শাহজালাল বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৩০টি ফ্লাইটের মোট চার হাজার ৯৯৯ জন যাত্রী আসেন। তাদের মধ্যে শুধুমাত্র ইউকেফেরত ২৫ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়।
এমএইউ/এমএইচআর/জিকেএস