ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

‘ভারতের বাইরে সবচেয়ে কম দামে ভ্যাকসিন পাচ্ছি আমরা’

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২৫ জানুয়ারি ২০২১

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস বলেছেন, ‘ভারতের বাইরে বিশ্বে সবচেয়ে কম দামে আমরা ভ্যাকসিন পাচ্ছি।’ সোমবার (২৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোভিড-১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ অবহিতকরণ সভায় করোনা ভ্যাকসিনের মূল্য নিয়ে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আহমদ কায়কাউস বলেন, ‘ইতোমধ্যে ৭০ লাখ করোনা ভ্যাকসিন ও ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম সুরক্ষা অ্যাপ প্রস্তুত করা হয়েছে।’

অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আগামী ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন। ওই সময় সুরক্ষা ওয়েবসাইট ও সুরক্ষা অ্যাপ উদ্বোধন করবেন তিনি। এরপর থেকে ওয়েবসাইটে নিবন্ধন করে নাগরিকরা করোনা ভ্যাকসিন পাবেন।

যেভাবে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন-

১. www.surakkha.gov.bd ওয়েব পোর্টালে প্রবেশ করতে হবে।

২. নিবন্ধন বাটনে ক্লিক করে নাগরিক শ্রেণি (সরকারি স্বাস্থ্যকর্মী, বেসরকারি স্বাস্থ্য কর্মী, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক আধা সামরিক প্রতিরক্ষা বাহিনী, রাষ্ট্রীয় বিভিন্ন কার্যালয়, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সিটি ও পৌর কর্মী, ধর্মীয় প্রতিনিধি ইত্যাদি) সিলেক্ট করে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।

তারপর যাচাই বাটনে ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে পরিচয় নিশ্চিত করতে হবে। পরিচয় নিশ্চিত হলে বাংলা ও ইংরেজিতে নাম ফরমে দেখা যাবে। দীর্ঘমেয়াদি রোগ, কোমরবিডিটি আছে কিনা ‘হ্যাঁ’ অথবা ‘না’ সিলেক্ট করতে হবে।

৩. নিবন্ধনকারী নাগরিকের পেশা এবং সরকারি কোভিড-১৯ কাজের সাথে জড়িত কি-না তা নির্বাচন করতে হবে।

৪. যে মোবাইলে ভ্যাকসিনের তথ্য ও ভেরিফিকেশন এসএমএস পেতে চান তা নিবন্ধনের সময় দিতে হবে।

৫. ফরমে বর্তমান ঠিকানা ও টিকাদান কেন্দ্র নির্বাচন করতে হবে।

৬. সব শেষে মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

৭. নিবন্ধন সম্পন্ন হয়ে গেলে ‘টিকা কার্ড সংগ্রহ’ বাটনে ক্লিক করে কার্ড সংগ্রহ করতে হবে।

৮. নিবন্ধিত মোবাইল নম্বরে নির্ধারিত সময়ে এসএমএসে টিকা গ্রহণের তারিখ ও কেন্দ্র জানানো হবে।

৯. টিকা কেন্দ্রে যাওয়ার সময় প্রিন্টেড টিকা কার্ড ও জাতীয় পরিচয়পত্রের কপি সঙ্গে নিতে হবে।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব প্রমুখ।

এসইউজে/এমএসএইচ/এমএস