ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

বিরোধীরা এখন ভ্যাকসিনের সমালোচনায় ব্যস্ত : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৮ জানুয়ারি ২০২১

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাকালেও বিরোধীরা সব সময় শুধু সমালোচনা করেছে। তারা ঘর থেকে বের হয়নি, নিরাপদে বসে শুধু সমালোচনা করে গেছে। এখন তারা ভ্যাকসিনের সমালোচনা নিয়ে ব্যস্ত।

সোমবার (১৮ জানুয়ারি) ‘কোভিড-১৯ স্বাস্থ্য বুলেটিন-২০২০’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তিনি।

এতে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

jagonews24

ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি ভ্যাকসিনের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এমনকি ওষুধেরও কোনো না কোনো পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। পার্শ্বপ্রতিক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণের যথেষ্ট প্রস্তুতি আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, অন্যের সমালোচনায় কান দেয়ার দরকার নেই। আমরা কার্যকর করোনা ভ্যাকসিন আনছি এবং এ ভ্যাকসিন দেশের সবাই পাবে।

জাহিদ মালেক বলেন, আমরা দেড় কোটি ভ্যাকসিনের জন্য চুক্তি করেছি। শিগগিরই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু হবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সুরক্ষা’ নামের একটি অ্যাপ আমরা কয়েকদিনের মধ্যেই চালু করতে পারব। এ অ্যাপের মাধ্যমে করোনা ভ্যাকসিনের নিবন্ধন থেকে শুরু করে ভ্যাকসিন নেয়া মানুষের সকল তথ্য সংরক্ষিত থাকবে।

এনএইচ/এমএসএইচ/জিকেএস