ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

দেশে করোনায় মৃতদের ৯২ শতাংশই চল্লিশোর্ধ্ব

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১৫ জানুয়ারি ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মাঝে নয়জন পুরুষ ও চারজন মহিলা। মৃত ১৩ জনের মাঝে ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব দুজন এবং ষাটোর্ধ্ব আটজন।

১৫ জানুয়ারি পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৮৬২ জনে। এর মাঝে ৯১.৭৯ শতাংশেরই বয়স চল্লিশ বছরের বেশি।

মোট মৃতের মাঝে চার হাজার ৩২৫ জনের বয়স ষাট বছরের বেশি (৫৫.৩৯ শতাংশ)। এছাড়া পঞ্চাশের বেশি এক হাজার ৯৮২ জন (২৫.২১ শতাংশ), চল্লিশের বেশি ৯১০ জন (১১.৫৭ শতাংশ), ত্রিশ বছরের বেশি ৩৮৯ জন (৪.৯৫ শতাংশ)। বাকিদের বয়স ২০ বছরের নিচে।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ প্রথম রোগীর মৃত্যু হয়।

এমইউ/এমএইচআর/জেআইএম