ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

গোলাম আকবরকে দেখতে বিএসএমএমইউতে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১০ নভেম্বর ২০১৫

সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরীকে দেখতে গেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গোলাম আকবরকে দেখতে যান তিনি।

কয়েকদিন আগে গোলাম আকবরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তাকে লাইফসাপোর্টে রাখা হয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, বাসার মেঝেতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। পরে তাকে বিএসএমইউতে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছেন। এর আগে তিনি ভারতে চিকিৎসা নিয়েছেন। এছাড়া দুই মাস আগে তিনি বিএসএমএমইউতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন।

গোলাম আকবর চৌধুরীর চিকিৎসার জন্য ইতোমধ্যে বিএসএমএমইউ কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড গঠন করেছে।

এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দি আহমেদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

একে/পিআর