করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৮ হাজার ছাড়াল
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে আবার কাজে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দেশের মোট ৮ হাজার ৪২ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে দুই হাজার ৮২৬ জন চিকিৎসক, এক হাজার ৯৫৭ জন নার্স ও তিন হাজার ২৫৯ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৯৩ জন স্বাস্থ্যকর্মী মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ আজ করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন মারা গেছেন।
ডা. মুহাম্মদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাক্তার ইহতেশামুল হক চৌধুরী।
এমইউ/এমএসএইচ/জেআইএম