ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

করোনাকালে নার্সিং ডিজির সঙ্গে সাক্ষাতের সময়সূচি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৬ আগস্ট ২০২০

মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ও পরিচালকদের সঙ্গে প্রতি মাসে দুদিন সাক্ষাৎ করা যাবে। মাসের দ্বিতীয় সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার (সরকারি ছুটি না থাকলে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এ সাক্ষাৎ মিলবে।

গত ৫ আগস্ট অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সিদ্দিকা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স, স্টাফ নার্স, সরকারি নার্স, নার্সিং কর্মকর্তা-কর্মচারীরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে (ঢাকা) প্রতিদিনই বদলির বিষয়ে দেখা করতে আসছেন। করোনা পরিস্থিতির কারণে প্রত্যেকের স্বাস্থ্যবিধি মেনে চলা আবশ্যক। এছাড়া প্রতিদিন সাক্ষাৎকার দেয়া হলে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও দৈনন্দিন কাজ ব্যাহত হয়। এজন্য প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার (সরকারি ছুটি না থাকলে) বিকেল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রেখে মহাপরিচালক বা পরিচালকের সঙ্গে সাক্ষাৎকার করা যাবে।

এমইউ/এইচএ/এমকেএইচ