ভিডিও EN
  1. Home/
  2. স্বাস্থ্য

বিএসএমএমইউতে করোনা গবেষণা ইউনিট চালু

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ৩০ জুলাই ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অ্যানেসথেশিয়া বিভাগ ও যুক্তরাজ্যের হাইওয়েল দ্য ইউনিভার্সিটি হেলথ বোর্ডের যৌথ উদ্যোগে করোনাবিষয়ক গবেষণা ইউনিট চালু হয়েছে। বিএসএমএমইউয়ের কেবিন ব্লকের আইসিইউতে চারটি বেড নিয়ে চালু হয়েছে এ ইউনিট।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টায় বিএসএমএমইউয়ের সি ব্লকের অধ্যাপক সামাদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে করোনা রোগীদের নিয়ে চালুকৃত গবেষণা ইউনিটের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। ইউনিটের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ডা. এ কে এম আখতারুজ্জামান। গবেষকদের মধ্যে আরও রয়েছেন-অধ্যাপক ডা. মুজিবুর রহমান, অধ্যাপক কেয়ার লিউস, ডা. রিজ থমাস (ডা. সোহেল মুসা মিঠু)।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, অ্যানেসথেশিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বণিক, অধ্যাপক ডা. দেবাশিস বণিক, অধ্যাপক ডা. এ কে কামরুল হুদা প্রমুখ। গবেষণার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি অনুদান হিসেবে প্রদান করেছে যুক্তরাজ্যের ওয়েল গভর্নমেন্ট।

উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, এ ইউনিটটি করোনা রোগী ও সেবাদানকারী চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ক্ষেত্রে নবদিগন্তের দ্বার উন্মোচিত হবে বলে আমার বিশ্বাস। যে কোনো ভাইরাস সংক্রমণের পর ভাইরাল লোড ও ভাইরাসটির এগ্রেসিভনেসের ওপর নির্ভর করে রোগীর জীবন কতটা সঙ্কটাপন্ন। আশা করি, এসব বিষয় নির্ণয়ে গবেষণা ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে ৫০ রোগীর ওপর গবেষণা কর্মটি পরিচালিত হবে।

এমইউ/এএইচ/এমএস