জিওইএইচ আঞ্চলিক গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র হবে বাংলাদেশে
আইসিডিডিআর’বি ও ইউনিভার্সিটি অব শিকাগোর যৌথ উদ্যোগে দেশে ‘বাংলাদেশ সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্টাল অ্যান্ড অক্যুপেশনাল হেলথ (জিওইএইচ)’ এর আঞ্চলিক গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
মঙ্গলবার আইসিডিডিআরবির ওয়েভসাইটে এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদন বলা হয়, গৃহস্থলীতে ব্যবহৃত জ্বালানি তেল, কাঠ ও গোবর ব্যবহারজনিত বায়ু দূষণ,জলবায়ু পরিবর্তন ও গার্মেন্টেস কারখানায় কাজের ফলে মানব স্বাস্থ্যের ওপর কি ধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়ে তা নিয়ে গবেষণা চলবে এ প্রতিষ্ঠানে।
পাঁচ বছর মেয়াদে গবেষণা কার্যক্রমটি পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এ দুটি প্রতিষ্ঠানকে ১২ কোটি টাকা (১দশমিক ৫ মিলিয়ন ডলার) আর্থিক সহায়তা প্রদান করবে।
আঞ্চলিক এ গবেষণা কেন্দ্রটির প্রধান কার্যালয় আইসিডিডিআরবি, ঢাকায় ও নারায়ণগঞ্জের আড়াইহাজার ও চাঁদপুরের মতলবে ফিল্ড সাইট থাকবে। বিভিন্ন দেশীয় ও আন্তজার্তিক গবেষকরা এখানে কাজ করবেন।
গ্লোবাল ডিজিজেজ বার্ডেন রিপোর্ট-২০১০ অনুসারে বিশ্বে প্রতি বছর বায়ুদূষণজনিত কারণে ৩৫ লাখ মানুষের মৃত্যু ও ১ কোটি ১০ লাখ মানুষ বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধী হন।
মৃত্যুর কারণ গবেষণা করে দেখা যায় বায়ু দূষণের ফলে হার্ট, লাং, ক্যান্সার ও প্রসবজনিত জটিলতা বৃদ্ধি পাচ্ছে ।
আইসিডিডিআরবির সিনিয়র বিজ্ঞানী ও কনসালটেন্ট এবং জিওইএইচ প্রকল্প প্রধান গবেষক ড. মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের মতো নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশগুলো যেখানে শতকরা ৮৫ ভাগ গৃহস্থলিতে কাঠ, বাঁশ ইত্যাদি ব্যবহার করে তারা পরিবেশগত স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, গৃহস্থলীতে ব্যবহৃত জ্বালানিজনিত বায়ু দূষণে স্বাস্থ্যপ্রভাব নিয়ে খুব বেশি গবেষণা নেই। কিন্তু এ ব্যাপারে গবেষণা এখন সময়ের দাবি।
জানা গেছে, নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশগুলোতে এ ধরনের মোট সাতটি গবেষণা কেন্দ্র গড়ে তোলা হবে। এতে মোট ২১ মিলিয়ন অর্থ ব্যয় করা হবে।
এমইউ/এসকেডি/পিআর